সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম, নোয়াখালী, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক মুক্তিযোদ্ধা ও এক শিশু রয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— চট্টগ্রাম : ডবলমুরিং থানাধীন বাদামতল এলাকায় গতকাল গাড়িচাপায় মারাত্মক আহত হন আবুল কামাল নামে এক অটোরিকশা চালক। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। এদিকে বন্দর থানার মাইলের মাথা এলাকায় দ্রুতগতির একটি বাস পোশাক শ্রমিক অমর জ্যোতিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নোয়াখালী : সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়ায় সিএনজি অটোরকশাচাপায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সামছুল হক। বাড়ি উপজেলার উলা পাড়া গ্রামে। নওগাঁ : নিয়ামতপুরে অটোচার্জারের ধাক্কায় এক শিশুর প্রাণহানি হয়েছে। নিহত শিশু উপজেলার ভেলকিপুর গ্রামের আকতার হোসেনের মেয়ে সিমলা (৭)। উপজেলার পৈলানপুর গ্রামে গতকাল এ দুর্ঘটনাটি ঘটে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল ভোরে ট্রাকের ধাক্কায় জামাল হোসেন নামের ট্রাক চালক ও বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল ব্রিজ নামক স্থানে গতকাল সকালে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় এক ভটভটি যাত্রী নিহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর