সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

পুলিশের ভুলে জেল খাটলেন দিনমজুর

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরের পুলিশের ভুলে বিনা দোষে সাতদিন জেল খাটার পর জামিনে আসলেন দিনমজুর রফিকুল (৪৫)। রবিবার দুপুরে তার আইনজীবী সেলিম আল দীন টাঙ্গাইলের আমলি আদালতে আবেদন করলে বিচারক রুকন কান্তি দাস রফিকুলকে জামিনে মুক্তি দেন। এ নিয়ে পুলিশের ভুলে দুই বার জেল খাটলেন রফিকুল। যাচাই-বাছাই না করে শুধু গ্রাম ও নামের মিল থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠায়। রফিকুল উপজেলার চতলবাইদ (ভূইয়া পাড়া) গ্রামের মৃত ঠান্ডু মিয়ার ছেলে। জামিনের খবর পেয়ে রফিকুলের স্ত্রী নাজমা বেগম সাংবাদিকদের বলেন, পুলিশ বারবার ভুল করে আমার স্বামীকে জেলে পাঠিয়েছে। আমি এর বিচার চাই। গত ১৪ মে দুপুরে রফিকুলকে তার নিজ বাড়ি থেকে ধরে নিয়ে আসেন সখীপুর থানার উপপরিদর্শক এমদাদুল হক। পরদিন টাঙ্গাইল আদালতে প্রেরণ করেন। এর আগে ২০১৫ সালের ১৪ মে রাতের বেলায় রফিকুলকে একই রকম ভুল করে পুলিশ কারাগারে পাঠায়। ওই সময় চার রাত কারাবাস করার পর মামলার বাদী আদালতে হাজির হয়ে এই আসামি সেই আসামি নয় বলে শনাক্ত করলে রফিকুল ছাড়া পান।

সর্বশেষ খবর