সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপাল রায় গ্রামে রবিবার নজরুল ইসলাম(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, সকাল ৮টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হলে ওই অবস্থায় কৃষক নজরুল বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গী আব্দুল বারেক(৪৯) নামের অপর এক কৃষক গুরুতর আহত হন।  পরে স্থানীয়রা তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা হাসপাতাল পরে রংপুর মেডিকেলে ভর্তি করে। —লালমনিরহাট প্রতিনিধি

শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬

নওগাঁর আত্রাই উপজেলার দিঘা ও কাসোপাড়া গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল সকালে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, দিঘা গ্রামের সম্পা আক্তার (১০), মিঠু হোসেন (১৪), কাসোপাড়া গ্রামের খলিল হোসেন (২৫), সাদ্দাম হোসেন (১৮), লতিফ হোসেন (৪৫), খোয়াজ কবীর (৪৪)। শনিবার সন্ধ্যায় উপজেলার দিঘা ও কাসোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। —নওগাঁ প্রতিনিধি

পানিতে ডুবে শিশু বিদ্যুত্স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে মিতু  (৭) নামের এক শিশু ও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আক্তার হোসেন (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার পার্বতীনগর ও খিলবাইছা এলাকায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। এলাকাবাসী ও  সদর হাসপাতাল সূত্রে জানা যায়, স্থানীয় পার্বতীনগর এলাকার মো. পরানের মেয়ে মিতু সকালে গোসল করতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।

এদিকে খিলবাইছার মতলবপুর এলাকায় বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই গ্রামের বাসিন্দা আক্তার হোসেন।

 —লক্ষ্মীপুর প্রতিনিধি

পাইপ পড়ে শ্রমিক নিহত

চট্টগ্রামে লোহার পাইপ পড়ে শচীন্দ  দাশ নামে এক পিশইয়ার্ড শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতে সীতাকুণ্ডের শীতলপুরে খাজা শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শচীন্দ  সীতাকু- দক্ষিণ জাহানাবাদ জেলে পাড়ার জয়দেব দাশের ছেলে। —নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নওগাঁ জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

নাশকতার মামলায় নওগাঁ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আইনুল হককে (৫০) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার বিকালে শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনুল হক ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

—নওগাঁ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর