সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে ভুল অপারেশনের কারণে মহিলা রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার বিকালে লাকসাম বাজার রংপুর পলি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহতের অভিভাবকরা জানান, গত ১৯ মে লাকসাম উপজেলার নরপাটি গ্রামের মৃত অহিদুর রহমানের স্ত্রী রংমালা বেগমকে (৫০) পিত্তথলির পাথর অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি করা হয়। পরদিন রাত ৯টায় রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সারারাত রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। এ বিষয়ে ক্লিনিকের মালিক ডা. যোগেশ চন্দ্র রায় এবং নার্সদের জিজ্ঞাসা করলে তারা দুর্ব্যবহার করেন। রোগীর ছেলে রাসেল উত্তেজিত হলে তার মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়। পরদিন ২১ মে রবিবার সকাল ১০টায় রোগীকে অজ্ঞান অবস্থায় কেবিনে দেওয়া হয়। বিকালে একজন নার্স ইনজেকশন পুশ করার পর রোগী বেডে অজ্ঞান হয়ে পড়ে। পরে ডা. যোগেশ চন্দ্র রায় এসে রোগীকে দেখে মৃত বলে স্থান ত্যাগ করেন। এ বিষয়ে জানাজানি হলে রোগীর আত্মীয়স্বজন এবং এলাকাবাসী ক্লিনিকে ভাঙচুর করে।

সর্বশেষ খবর