মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

গাজীপুরে দুই সন্তানসহ বাবা সিলেটে মা-ছেলে নিহত

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৯ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

গাজীপুরে দুই সন্তানসহ বাবা সিলেটে মা-ছেলে নিহত

গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় দুই সন্তানসহ বাবা, সিলেটে বাস খাদে পড়ে মা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও নয়জন। গতকাল ভোর থেকে রাত ৮টা পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় দুই সন্তানসহ বাবা নিহত হয়েছেন। আহত হয়েছেন মা। সোমবার  রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল থানার দক্ষিণ কাঞ্চনপুর এলাকার সফিকুর রহমান (৪০), তার আট বছরের মেয়ে অঞ্জনা আক্তার ও দুই বছরের ছেলে এলাহী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সফিকুর রহমান সোমবার বিকালে মোটরসাইকেলযোগে স্ত্রী রাহেলা  ও দুই সন্তান নিয়ে কালিয়াকৈরে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি টাঙ্গাইলের বাসাইলে যাচ্ছিলেন।  পথে ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই সন্তানহ সফিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন সফিকের স্ত্রী রাহেলা। তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক বাসের চালক পালিয়ে গেছে। সিলেট : গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বাস খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের মোহাম্মদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরও পাঁচ যাত্রী। নিহতরা হলেন— জাফলংয়ের নয়াগাঙ্গেরপাড় গ্রামের গৃহবধূ শিল্পী (৩০) ও তার ছেলে সাদ (১)। আহতদের মধ্যে শিল্পীর স্বামী আল আমিনও রয়েছেন। হবিগঞ্জ : বাহুবল উপজেলার লস্করপুর আদ্যপাশায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত পরিচয় এক নারী নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কজনক। মহিলার লাশের পাশে এক শিশু আম্মু আম্মু বলে কাঁদছিল। শিশুটি বাসে মায়ের সঙ্গে থাকলেও অলৌকিকভাবে বেঁচে যায়। বাগেরহাট : চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামে ইটবোঝাই ট্রলি উল্টে দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে। নিহতরা হলেন, মোল্লাহাট উপজেলা সদরের আকরাম মোল্লার ছেলে আল আমিন (২৭) ও গাড়ফা গ্রামের হারুন মোল্লার ছেলে ইসমাঈল (১৮)। খাগড়াছড়ি : পানছড়িতে টমটম গাড়ির ধাক্কায় মঞ্জুরি চাকমা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। লতিবান ইউনিয়নের নালকাটা কিলোমিটার এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় শিশুটি মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। ঝিনাইদহ : সদর উপজেলার কয়ারগাছি ছালাভরা নামক স্থানে গতকাল বিকালে বাসচাপায় পিয়াস উদ্দিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পিয়াস সদর উপজেলার কয়ারগাছি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। দিনাজপুর : বিরামপুর-ঘোড়াঘাট সড়কের নবাবগঞ্জে বিকালে বাসের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের। আনিছুর নবাবগঞ্জের শালখুরিয়া ইউপির চেয়ারম্যান ছিলেন। গোপালগঞ্জ : মোটরসাইকেলের ধাক্কায় হরিচাঁদ বৌদ্ধ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। হরিচাঁদ জেলা শহরের চেচানিয়াকান্দি এলাকার বাসিন্দা। সিরাজগঞ্জ : এনায়েতপুর উপজেলার ঘাটাবাড়ি বাজারে সিএনজিচালিত অটোরিকশাচাপায় রিয়াজ ফকির (৬৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় রুপসী গ্রামের রহিজ ফকিরের ছেলে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় দিনাদাস (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর