মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

হাওরে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। গতকাল সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।  মানববন্ধনে বক্তারা বলেন, ‘জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ৪ লাখ কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে মাত্র দেড় লাখ পরিবারকে। প্রয়োজনের তুলনায় নিতান্ত অপ্রতুল এই ত্রাণের চাল ও টাকা বিতরণে জেলাজুড়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের ভিজিএফের চাল ওজনে কম দেওয়া হচ্ছে। ভিজিএফের কার্ড প্রদানে অর্থ আদায়, স্বজনপ্রীতি ও দলীয়করণ করা হচ্ছে। যে কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। যারা ত্রাণ পাওয়ার যোগ্য নয় তাদের ত্রাণ দেওয়া হচ্ছে।’ প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণে কঠোর মনিটরিং করার দাবি জানান বক্তারা।  মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, বিজন সেন রায়, অ্যাড. এনাম আহমদ ও দেওয়ান গিয়াস চৌধুরী।

সর্বশেষ খবর