শিরোনাম
মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয়কেন্দ্র করার দাবি

দিনাজপুর প্রতিনিধি

ধানসহ সব ফসলের লাভজনক দাম স্থায়ী করতে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়কেন্দ্র করার দাবিত মানববন্ধন করেছে কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতি। এ সময় সংগঠন দুটির নেতারা গ্রামীণ বরাদ্দ, প্রকল্প লুটপাট বন্ধ ও পল্লী বিদ্যুতের দুর্নীতি-হয়রানি বন্ধের দাবি জানান। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সড়কে গতকাল বদিউজ্জাবামান বাদলের সভাপতিত্বে এ মানববন্ধন হয়। বক্তারা বলেন, কয়েক বছর পর কৃষকরা ধানের লাভজনক দাম পাচ্ছে। এই লাভজনক দাম স্থায়ী করার জন্য ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে। তাছাড়া সারা দেশে অবিলম্বে পল্লী রেশনিং চালু করতে হবে।

সর্বশেষ খবর