মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

মুন্সীগঞ্জে সংঘর্ষে পাঁচজন টেঁটাবিদ্ধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানের জমিতে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দুই আবাসন প্রতিষ্ঠানের লোকজনের মধ্যে সংঘর্ষে ৮জন আহত হয়েছেন। এরমধ্যে ৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন। গত রবিবার উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্তি বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয়দের অভিযোগের তীর স্থানীয় উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের দিকে। তার প্রভাবেই এ ঘটনা ঘটে বলে তাদের দাবি। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে খাসকান্দি গ্রাম বেগম বাজার ও চরপানিয়া গ্রামের জমিতে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে ঢাকা নিরাপদ সিটি ও সুমনা হাউজিং কোম্পানি নামে দুটি আবাসন প্রতিষ্ঠানের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের প্রায় তিন শতাধিক লোক টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধসহ ৮জন আহত হন। আহতরা সবাই সুমনা হাউজিংয়ের লোক। এরমধ্যে দ্বীন ইসলাম নামে এক ব্যক্তির শরীরে ৭টি টেঁটাবিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইসিউতে রয়েছেন। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, শুনেছি ঢাকা নিরাপদ সিটির সঙ্গে স্থানীয় উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জড়িত। অন্যদিকে সুমনা হাউজিংয়ের সঙ্গে আলী আকবর নামে স্থানীয় এক ব্যক্তি জড়িত। কিন্তু কেউই কোনো মামলা করেনি।

সর্বশেষ খবর