বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

বৃদ্ধা মাকে মাসে দেড় হাজার টাকা দেওয়ার আদেশ

ফরিদপুরে ভরণ পোষণের প্রথম মামলা

ফরিদপুর প্রতিনিধি

ভরণ-পোষণের প্রতিশ্রুতি দিয়ে বৃদ্ধ বাবা-মায়ের কাছ থেকে সম্পত্তি লিখে নেওবার পর তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় ছেলে। এ ঘটনায় মায়ের মামলার পরিপ্রেক্ষিতে আদালতে হাজিরা দিয়েছেন ছেলে সেলিম সিকদার মধু। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ৪ নম্বর আমলী আদালতে হাজির হলে বিচারক এক হাজার টাকা মুচলেকায় সেলিমকে জামিন দেন। একই সঙ্গে বিচারক প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে মাকে দেড় হাজার টাকা করে দেওয়ার আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মানিক মজুমদার জানান, জহুরা বেগম গত ১৭ এপ্রিল আদালতে মামলা করেন। এটি ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইনে ফরিদপুরে প্রথম মামলা। বর্তমানে পাচু সরদার ও জহুরা বেগম তার মেয়ের বাড়িতে থাকছেন। ‘ভরণ-পোষণ না পেয়ে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা’ শীর্ষক একটি রিপোর্ট গত ১৮ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়।

সর্বশেষ খবর