বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় চার শিশুসহ নিহত ১০

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফরিদপুর, সিলেট ও বগুড়ায় চার শিশু রয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। ফরিদপুর : সদরপুর উপজেলার বটতলা নামক স্থানে গতকাল ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে নুশরাত (৮) ও জিহাদ (৭) নামের দুই শিশু শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থীর বাবা। নিহতরা চাচাতো ভাই-বোন। এদিকে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নসিমনচালক আজিজুল মোল্লা। আজিজুল নগরকান্দার মকবুল মোল্লার ছেলে। সিলেট : ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— দক্ষিণ সুরমার মুমিনখলা গ্রামের সুফিয়ান মিয়ার ছেলে আদিল (৪) ও জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের আনোয়ারুল হকের ছেলে মারজান (১৯)। বগুড়া : ধুনট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলো— ধুনটের বানিয়াগাঁতী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে স্কুলছাত্রী উর্মী খাতুন (৭) ও গাবতলী উপজেলার কদমতলী গ্রামের শুকুর আলীর ছেলে ময়না সাকিদার (৫০)। ময়মনসিংহ : ত্রিশালে ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— উপজেলার দরিরাম পুরের আব্দুস সালামের স্ত্রী মালেকা ও সাপখালী গ্রামের আহাম্মদের ছেলে সাজু। রাবি : বিনোদপুরে বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সাইকেল আরোহী পরশ নগরীর পুঠিয়া উপজেলার মাহতাবের ছেলে। মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের নাম মানিক মুন্সি। তিনি ভাইজোড়া গ্রামের কাদের মুন্সির ছেলে।

সর্বশেষ খবর