শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় নিহত ১৮

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ আটজন নিহত হয়েছেন। গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেছে এক পুলিশ সদস্যসহ ছয়জনের। এছাড়া বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহের ভালুকায় সড়কে প্রাণহানি ঘটেছে আরও চারজনের। বুধবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—  চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের কসাইপাড়ার পাঠানপোল এলাকায় গতকাল বিকালে ট্রাক, বাস ও টেম্পুর ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতরা হলেন— সাতকানিয়ার খাগরিয়ার হাজেরা খাতুন (৪৫), তার মেয়ে নয়ন তারা (৯), কালিয়াইশের ফরিদ উদ্দিন (৪৫), চন্দনাইশের বাগিচাহাটের আবদুল মোতালেব (৬০), চৌধুরীপাড়ার আল আমিন (৩৫) ও মুনির আহমেদ (৪০)। এদিকে মহানগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় সকালে যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে মাইক্রোবাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— গোপালগঞ্জ সদর থানার এএসআই দেলোয়ার হোসেন (৩২), ইজি বাইকচালক আজাদ সেখ (২৬), যাত্রী মোজাহিদ (৩৫), সুমাইয়া খানম (১৭), কুলসুম বেগম (২৫) ও জেসমিন বেগম (৪০)। বগুড়া : শেরপুর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় সামছুল হক নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোজাহার আলীর ছেলে। ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগান নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর : দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইলে বুধবার রাতে ট্রাকচাপায় প্রাণ গেছে ইদ্রিস আলী নামে এক মোটরসাইকেল আরোহীর। ইদ্রিস চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী গ্রামের রেয়াজউদ্দিনের ছেলে।  কুষ্টিয়া : দৌলতপুরে মোটরসাইকেলের সঙ্গে আলগামনের (স্থানীয় যান) সংঘর্ষে গতকাল স্বপন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় গাড়ি চাপায় পায়ে ডাণ্ডাবেরি লাগানো অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জামিরদিয়া আমতলী নামক স্থানে। লাশের গায়ে কাল গেঞ্জি ও প্যান্ট রয়েছে।

সর্বশেষ খবর