শিরোনাম
শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

সারা দেশে বিএনপির বিক্ষোভ, বাধা

প্রতিদিন ডেস্ক

চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না পেয়ে সারা দেশে বিক্ষোভ করেছে বিএনপি। এর মধ্যে বেশ কয়েক জেলায় মিছিল করতে গিয়ে দলটির নেতা-কর্মীরা পুলিশি বাধার মুখে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

বরিশাল : বরিশালে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গতকাল বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জিয়াউদ্দিন শিকদার জিয়া, মীর জাহিদুল কবির প্রমুখ। টাঙ্গাইল : টাঙ্গাইলে পুলিশি বাধায় মিছিল করতে পারেনি জেলা বিএনপি। পরে পৌর উদ্যানেই সংক্ষিপ্ত সমাবেশ করেছে তারা। সমাবেশে শামছুল আলম তোফা, হামিদুল হক মোহন, ফরহাদ ইকবাল, আহম্মেদুল হক শাতিল ও আশরাফ পাহেলীসহ নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। বগুড়া : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে বগুড়া শহরের নবাববাড়ী রোডে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাইফুল বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে রোজার পর খালেদা জিয়া কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। সেই কর্মসূচি সফল করতে সবাইকে রাজপথে নামতে হবে। ওই কর্মসূচি সফল করে এ সরকারকে বিদায় করতে হবে। ময়মনসিংহ : দেশব্যাপী বিএনপির প্রতিবাদ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে তারাকান্দায় ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উত্তর বাজারের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ আ. হেকিম মণ্ডল, সাধারণ সম্পাদক আবদুস ছালাম তালুকদারসহ প্রমুখ।

সর্বশেষ খবর