শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

উন্নয়নের টাকা ভাগবাটোয়ারা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের খাষসাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ঘুষের বিনিময়ে এক নারীকে লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্কুলের উন্নয়নের কথা বলে সাড়ে সাত লাখ টাকা ঘুষ নিয়ে রাজশাহী বোর্ডের ডিজির প্রতিনিধি, ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সদস্য সেলিম রেজা ৪৫, রাজা ৪০, ইউসুফ আলী ৩০ হাজার টাকা করে নেন। বাকি টাকা প্রধান শিক্ষক, সভাপতি ও ডিজির প্রতিনিধি ভাগ করে নিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলের উন্নয়নের জন্য সাড়ে সাত লাখ টাকা নেওয়া হয়েছিল। এর মধ্যে চার লাখ ২৫ হাজার টাকা ম্যানেজিং কমিটির সভাপতি তার কাছ থেকে নিয়েছেন। বাকি তিন লাখ ২৫ হাজার টাকার মধ্যে ডিজি প্রতিনিধিসহ নিয়োগের দিন ১ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়েছে। দুই লাখ টাকা তার কাছে রয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন সবুজ জানান, নিয়োগের বিষয়ে কোনো প্রকার টাকা লেনদেন হয়নি। ডিজির প্রতিনিধি ও বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম জানান, আমাকে শুধু সম্মানি ভাতা দেওয়া হয়েছে— এর বাড়তি কোনো টাকা দেওয়া হয় নাই।

সর্বশেষ খবর