শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

সাবেক অধ্যক্ষের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভুয়া কাগজপত্র তৈরি করে অর্থ আত্মসাতের ঘটনায় বরিশালের উজিরপুরের আলহাজ বিএন খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহিমকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৭ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৮ মাসের দণ্ডাদেশ দেওয়া হয়। বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক গতকাল আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম উজিরপুরের ডহরপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে। আদালত সূত্র জানায়, ১৯৯০ সালের আগস্ট মাসে বিএন খান ডিগ্রি কলেজের তৎকালীন অধ্যক্ষ আবদুর রহিম প্রভাষকসহ কয়েকজন কর্মচারীর নামে ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি বরাদ্দ থেকে ১০ হাজার ২৩০ টাকা আত্মসাৎ করেন।

সর্বশেষ খবর