শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. মকবুল হোসেন জয়ী হয়েছেন। গতকাল ভোট গ্রহণ শেষে বিকালে জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান এই ফল ঘোষণা করেন। এদিকে অনিয়মের অভিযোগ এনে দুপুরে জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী সোলাইমান আলী মাস্টার ও জেপির এটিএম আমিনুল ইসলাম। তারা বলেন, প্রায় প্রতিটি কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করে ভোট নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্র থেকে তাদের কর্মীদের বের করে দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। গত ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও উচ্চ আদালতে মামলার কারণে তা স্থগিত হয়।—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

চিকিৎসকদের মানববন্ধন

বিভিন্ন সময়ে চিকিৎসকদের ওপর হামলা ও ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে গতকাল কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পুরান থানা সড়কে নরসুন্দা রিভারভিউ ক্লিনিক কর্তৃপক্ষ এই কর্মসূচির আয়োজন করে। উপস্থিত ছিলেন, ক্লিনিকের চেয়ারম্যান ডা. আব্দুর হাই, ডা. সোলায়মান, ডা. তৌফিকুর রহমান জয়, ডা. সাদেক হোসেন সাকিল, পরিচালক নাসির উদ্দিন আহমেদ প্রমুখ। —কিশোরগঞ্জ প্রতিনিধি

রমজানের পবিত্রতা রক্ষার দাবি

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অনৈসলামিক কার্যকালাপ প্রতিরোধ কমিটির ব্যানারে মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় মিনার মসজিদ মিছিলটি বের করা হয়। আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সির নেতৃত্বে মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি মাওলানা ওমর ফারুক। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর