শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

তিন জেলায় সংঘর্ষ ভাঙচুর একজন নিহত, আহত ৩৭

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, লক্ষ্মীপুর ও ঝিনাইদহে পৃথক ঘটনায় সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আহত হয়েছেন ৩৭ জন। প্রতিনিধিদের খবর—

ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলায় গতকাল আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে দাঙ্গাবাজরা। নিহত জামাল মিয়া (৫৫) উপজেলার দুবলা গ্রামের হিম্মত আলীর ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসুদেব ইউপি চেয়ারম্যান এম আলম ভূইয়া মোবাশ্বের জানান, দীর্ঘদিন ধরে দুবলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রাহাত ও রউফের মধ্যে বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভোলা : ভোলায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরে টেন্ডারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ওই অফিসের ডাটা এন্টি অপারেটর মো. ইউছুফসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভোলা থানার ওসি মীর খায়রুল কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লক্ষ্মীপুর : জেলেদের চাল বিতরণে অনিয়মকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ইউপি সদস্যসহ আহত হয়েছেন ১০ জন। কমলনগর উপজেলার চর লরেন্স ইউপি কার্যালয়ে গতকাল এ ঘটনা ঘটে। এ সময় ইউপি সচিবের কক্ষ ভাঙচুর ও বিক্ষোভ করেন গ্রামবাসী। এলাকাবাসী জানান, চরলরেন্স ইউনিয়নে ৩২৩ জেলের জন্য বরাদ্দ চাল ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও প্যানেল চেয়ারম্যান আবু ছিদ্দিক ওজনে কম দিচ্ছেন এমন অভিযোগ তুলেন মেম্বার ইসমাইল। এ সময় প্যানেল চেয়ারম্যানে লোকজন ইসমাইলকে মারধর করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। ঝিনাইদহ : শৈলকুপার হাসনাভিটা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

সর্বশেষ খবর