শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

নকলায় চলছে নদী-বিল দখলের মহোৎসব

মাসুদ হাসান বাদল, শেরপুর

নকলায় চলছে নদী-বিল দখলের মহোৎসব

সেতুর দুই মুখে প্রভাবশালীদের খনন করা পুকুর —বাংলাদেশ প্রতিদিন

শেরপুরের নকলার সুতি নদীর অববাহিকার বাসিন্দারা বলেন— এখানে একটি নদী ছিল। এই নদী দিয়ে একসময় জাহাজ চলত, পাল তোলা নৌকায় ময়মনসিংহ যেত, এলাকার হাজারও মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। এখন আর সেই সুতিকে নদী বলার জো নেই— যেন পুকুরের মেলা। নদীর বুকে পুকুর খনন করে করা হচ্ছে মত্স্য চাষ। প্রতিদিনই কেউ না কেউ দখল করে পুকুর কেটে নদীকে টুকরা টুকরা করে ফেলছে। নদীতে কোটি টাকা ব্যয় করে সেতু নির্মাণ করা হয়েছে। সেই সেতুর দুমুখেই প্রভাবশালীরা পুকুর খনন করেছে। নদী অববাহিকার হাজার হাজার মানুষ দখলমুক্ত করে সুতি নদীকে ফেরত চেয়েছেন। নকলার ইতিহাস-ঐতিহ্যের আরেকটি সুন্দর খাল সুবর্ণখালি। পৌর শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া সুবর্ণখালির যৌবন শেষ হয়েছে অনেক আগেই। এখন চলছে দখল আর দখল। দখল চলছে কুর্শা বিল, পাইস্ক বিল, পেকুয়া বিল, বড় বিলা, মেদিডাঙ্গা, সুতিয়া খালি বিল। এখানকার মানুষের অভিযোগ সরকারি এসব জায়গার পাশে কারও কারও কিছু জায়গা আছে। যারা প্রভাবশালী তারা নিজের জায়গার সঙ্গে থাকা সরকারি একরকে একর জায়গা দখল করে নিজের করে ফেলেছেন। ফলে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য বাড়ছে নানা প্রাকৃতিক দুর্যোগ। পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে কৃষকের ধান, সবজি খেত। তহশিল অফিসার দেওয়ান আলী জানিয়েছেন, বিষয়টি শুনেছি। ২/৪ দিনের মধ্যেই প্রশাসনের বড় টিম নিয়ে সুতি নদীতে গিয়ে মাপজোখ করে রিপোর্ট দেওয়া হবে। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব সরকার জানান বিষয়টি দেখে জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তা নিয়ে দ্রুত দখলমুক্ত করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হেলালুজ্জামান সরকার বলেছেন দখল হলে দ্রুত সরকারি জমি দখলমুক্ত করা হবে।

সর্বশেষ খবর