শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

রাসায়নিক দ্রব্য মিশিয়ে মুড়ি ভাজার অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

রমজান মাস সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে বেশকিছু মুড়ি কারখানায় রাসায়নিক দ্রব্য মিশ্রিত মুড়ি উৎপাদনের অভিযোগ পাওয়া গেছে। ইউরিয়া, সোডিয়াম সালফেট ও সালফারসহ নানা ধরনের রাসায়নিক পদার্থ মুড়িতে মেশানোর অভিযোগ রয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার সাংবাদিকদের বলেন, রমজানের শুরুতেই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হবে। বিষাক্ত কেমিক্যালের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার জনসাধারণ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুড়ি ধবধবে সাদা ও অল্প সময়ে অধিক মুড়ি তৈরিতে রাসায়নিক দ্রব্যের ব্যবহার বাড়ানো হয়েছে। এখানকার উৎপাদিত মুড়ি রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা ময়মনসিংহ, টাঙ্গাইল, নরসিংদীতে বিক্রির জন্য পাঠানো হয়। কারখানাগুলোর দেওয়া তথ্যমতে, প্রতিদিন মাওনা চৌরাস্তার এসব কারখানা হতে প্রায় ৩০-৪০ টন মুড়ি উৎপাদন করা হয়। রমজান মাসকে সামনে রেখে চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন দ্বিগুণ করা হয়েছে।

সর্বশেষ খবর