শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

সাভার প্রতিনিধি

জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকার সাভার পৌরসভার গেন্ডা এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পাঁচতলা ভবন ঘিরে রাখার পর নিচতলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কাউকে পায়নি পুলিশ। সেখান থেকে সন্দেহজনক কিছু উদ্ধারের খবরও পাওয়া যায়নি। ওই ভবনের মালিক আনোয়ার হোসেন মোল্লা জানান, ওই ফ্ল্যাটের বাসিন্দা বাবু সকালে পরিবারের সদস্যদের নিয়ে চলে গেছেন। বাড়ির মালিক আনোয়ার বলেছেন, স্ত্রী ও দুই মাসের একটি শিশু সন্তান নিয়ে মাস দুয়েক আগে বাসাটি ভাড়া করেছিলেন বাবু। বাবুকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন ভবনের আরেক ভাড়াটিয়া পিকআপ ভ্যানচালক মনির হোসেন। তার স্ত্রী ও দুই সন্তানকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হকের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানা গেছে। মনিরের স্ত্রী রিমু আক্তার সাংবাদিকদের বলেন, তার স্বামী ভাড়ায় পিকআপ চালান। সকালে গাড়ি নিয়ে বের হন তিনি। মনির সাভারের রাজফুলবাড়ি এলাকার তোতা মিয়ার ছেলে। তাদের সাত ও আড়াই বছর বয়সী দুই মেয়ে রয়েছে। এই বাড়িতে অভিযান শেষ হওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে কাছের আরেকটি বাড়িতে অভিযান শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছয়তলা এ বাড়িতে ঢুকতে দেখা যায়। সন্দেহভাজন জঙ্গি আস্তানার আশপাশ থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর