রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

জোর করে বিয়ে, এখন কী হবে ‘শিশু বরের’

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রের সঙ্গে বিয়ে পড়ানোর এক দিন পর সন্তান প্রসব করেছেন কথিত স্ত্রী সোনিয়া আক্তার (১৮)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কন্যা সন্তান জন্ম দেন তিনি। বৃহস্পতিবার রাতে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যানের বাসায় ৯ মাসের অন্তসত্ত্বা সোনিয়াকে বিয়ে দেওয়া হয়েছিল হাসিব মালের (১২) সঙ্গে। সন্তান প্রসবের খবরে গতকাল সকাল থেকে এলাকাসী ভিড় করছেন নবজাতককে এক নজর দেখার জন্য।বর হাসিব ও তার পরিবার এই বিয়ে-সন্তান কিছুতেই মেনে নিতে পারছেন না। হাসিবের দিনমজুর বাবা আব্দুল হাকিম বলেন, ‘আমি গরিব অসহায়। মামলা চালানোর সামর্থ্য নেই। তাই স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে মেনে নিয়েছি’। হাকিম জানান, দুই মাস আগে শালিস বৈঠকে তার কাছে ১৫ হাজার টাকা দাবি করেছিলেন ইউপি সদস্য আলম মৃধা। ওই টাকা দিতে না পারায় সোনিয়াকে আমার শিশু ছেলের সঙ্গে জোর করে বিয়ে দিয়েছে’। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুর নির্দেশে কাজী আলতাফ হোসেন বিয়ে পড়ান। একই সঙ্গে ৫০ হাজার টাকা দেনমোহর ধার্যে কাবিন নামায়ও স্বাক্ষর নেওয়া হয়। কাজী আলতাফ হোসেন বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় ওই কাবিননামা বাতিল করা হয়েছে’।

সর্বশেষ খবর