রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

পরিবারের দাবি ধরে নিয়ে হত্যা করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুলাল মিয়া (৫০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে, দুলালের বিরুদ্ধে কসবা, নবীনগর ও কুমিল্লার মুরাদনগর থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের কারণে সে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে পারে। দুলালের স্ত্রী হালিমা বেগম জানান, তার স্বামীকে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৪/৫ জন লোক জোর করে ঘর থেকে বের করে নিয়ে যায়। এ সময় তাদের গায়ে পুলিশের পোশাক পরা ছিল। সকালে আখাউড়ায় লাশ উদ্ধার হওয়ার খবর পেয়ে থানায় এসে স্বামীর মৃতদেহ দেখতে পাই। তাকে ঘর থেকে তুলে এনে পুলিশ গুলি করে হত্যা করেছে। তার স্বামী মাছ ব্যবসায়ী ছিলেন। মাদক বিক্রি করতেন না। স্বামীর বিরুদ্ধে মামলা থাকলেও তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ তাকে ধরে এনেছে কিনা বলতে পারবো না। তার বুকে চারটি গুলির চিহ্ন রয়েছে। জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে আখাউড়া-কসবা সড়কের উপজেলার মনিয়ন্দ গ্রামের দীঘিরজান এলাকায় পুকুর থেকে পুলিশ দুলালের লাশ উদ্ধার করে। দুলাল কসবা উপজেলার শিমরাইল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। খবর পেয়ে নিহতের স্ত্রী হালিমা ও মেয়ে নাজনীন সুলতানা আখাউড়া থানায় এসে মরদেহ শনাক্ত করেন।

সর্বশেষ খবর