abcdefg
দেশগ্রাম | ২৯ মে, ২০১৭ এর সর্বশেষ খবর | country-village | Bangladesh Pratidin
প্রিন্ট ভার্সন
সড়ক-মহাসড়কে ফসল মাড়াই শুকানো, ঝুঁকিপূর্ণ যান চলাচল সড়ক-মহাসড়কে ফসল মাড়াই শুকানো, ঝুঁকিপূর্ণ যান চলাচল

ধান, গম, তিলসহ বিভিন্ন ফসল কেটে স্তূপ করা, মাড়াই ও শুকানোর কাজ হতো কৃষকের বাড়ির আঙিনায় বা উঠানে। এখন এসব কাজ হচ্ছে ব্যস্ততম সড়কের উপর। যার বাস্তব উদাহরণ পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক। যাকে এখন মহাসড়ক না বলে চাতাল বলা যায়। শুধু এই মহাসড়ক নয়, পঞ্চগড়ের গ্রাম-গঞ্জের পাকা রাস্তাগুলোর দুই পাশ দখল করে চলছে ফসল মাড়াই ও শুকানোর কাজে। এতে সড়ক সংকুচিত হওয়ায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে।…