সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

বজ্রপাতে ছয়জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে মানিকগঞ্জে দুই স্কুলছাত্রসহ পাঁচজন এবং লক্ষ্মীপুরে এক জেলে নিহত হয়েছেন। গতকাল ভোররাত ও দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর— মানিকগঞ্জ : জেলার সিংগাইর ও সাটুরিয়ায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতরা হলেন সাটুরিয়া উপজেলার হরগজ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র পবন সরকার (১৫) ও সপ্তম শ্রেণির ছাত্র জয়ন্ত সরকার (১৩), সিংগাইর উপজেলার জামালপুর গ্রামের কৃষক আসলাম শেখ (৩০), আবদুল বারেক (৪০) ও আবু তাহের (৩৫)। স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় হরগজ গ্রামের ধানখেতে ঘাস কাটছিল পবন ও জয়ন্ত। বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যান। একই সময় সিংগাইর উপজেলার জামালপুর গ্রামের একটি খেতে ধান কাটছিলেন ১০-১২ জন শ্রমিক। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই আবু তাহের ও আবদুল বারেক মারা যান। আহত হন ছয়জন। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বজ্রপাতে শামছুল হক নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় আরও চার জেলে আহত হয়েছেন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোররাতে সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের চর মেঘা এলাকার মেঘনা নদীতে মাছ শিকার করার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর