সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

সড়ক-মহাসড়কে ফসল মাড়াই শুকানো, ঝুঁকিপূর্ণ যান চলাচল

পঞ্চগড় প্রতিনিধি

সড়ক-মহাসড়কে ফসল মাড়াই শুকানো, ঝুঁকিপূর্ণ যান চলাচল

ধান, গম, তিলসহ বিভিন্ন ফসল কেটে স্তূপ করা, মাড়াই ও শুকানোর কাজ হতো কৃষকের বাড়ির আঙিনায় বা উঠানে। এখন এসব কাজ হচ্ছে ব্যস্ততম সড়কের উপর। যার বাস্তব উদাহরণ পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক। যাকে এখন মহাসড়ক না বলে চাতাল বলা যায়। শুধু এই মহাসড়ক নয়, পঞ্চগড়ের গ্রাম-গঞ্জের পাকা রাস্তাগুলোর দুই পাশ দখল করে চলছে ফসল মাড়াই ও শুকানোর কাজে। এতে সড়ক সংকুচিত হওয়ায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। ফলে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। প্রতি বছর ধানের এই মৌসুমে মহাসড়কের পাশের বসতবাড়ির লোকজন যে যার মতো সড়ক ব্যবহার করছেন। খেত থেকে ধান কেটে স্তূপ করে রাখছেন সড়কের উপর। পরে সড়কের একটা জায়গা দখলে নিয়ে কল বসিয়ে দেদারছে চলে মাড়াই। সড়কের অর্ধেক অংশে ধান শুকানো ছাড়াও খড় সড়কেই ছড়িয়ে ছিটিয়ে শুকানো হয়। এর পাশাপাশি রান্নায় ব্যবহারের লাকড়ি, মরিচ ও অন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস শুকাতে ব্যবহার করছে সড়ক। এ সব কাজে নিয়োজিত নারী-পুরুষ গৃহস্থালীর কাজে ব্যস্ত থাকলেও দ্রুতগামী যানবাহনের দিকে তাদের লক্ষ্য থাকে কম। এতে চালকরা পড়েন বিপাকে। গত কয়েক মাসের পরিসংখ্যানে দেখা যায় এই জেলায় এ সব কারণে দুর্ঘটনা বেড়েছে। হাইওয়ে পুলিশ বলছে, তারা উদ্যোগ নিলেও মানছেন না কৃষক। বাসচালক আব্বাস আলী জানান, রুটিন অনুযায়ী কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাস নিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। কিন্তু ফসল মাড়াই এবং শুকানোর জন্য রাস্তা যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। স্বভাবিক গতিতে বাস চালানো যায় না।

আবার নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে না পারলে পরের দিনের ট্রিপ বাতিল হয়ে যায়। ট্রাকচালক দবিরউদ্দিন জানান, চলতি মাসেই বোদায় দুই ট্রাকের সংঘর্ষে আমাদের দুই চালক মারা গেছেন। রাস্তা ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিশেষ করে ধানের ভেজা খরের উপড় দিয়ে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। মহাসড়কে ফসল মাড়াই-শুকানোর কাজে নিয়োজিতরা বলছেন, বাড়িতে জায়গা নেই। উঠান, আঙিনা নেই। তাছাড়া খুব দ্রুত শুকানোর কাজ করা যায় বলে তারা সড়ক-মহাসড়ক ব্যবহার করছেন। তেতুঁলিয়ার কৃষক ফজলে করিম জানান, কাজটা অন্যায় এটা বুঝি। তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ জানায়, তাদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতন করার পাশাপাশি কোনো কোনো সময় শুকনো ধানের উপরে পানি ঢেলে দেওয়া হয়েছে। কিছুতেই কাজ হচ্ছে না।

সর্বশেষ খবর