সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

বগুড়ার আদমদীঘিতে সিএনজি অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া কুষ্টিয়া, নেত্রকোনা, সিরাজগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গায় সড়কে প্রাণ গেছে ছয়জনের। প্রতিনিধিদের খবর— বগুড়া : আদমদীঘির সান্তাহার বাইপাস সড়কে সিএনজিচালিত অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গতকাল সকাল ৭টার দিকে। পুলিশ জানায়, সকালে দুপচাঁচিয়া উপজেলার সুরজাতা গ্রামের অজিত (৪৫) ও তার ছেলে মিঠুন সিএনজিচালিত অটোরিকশাযোগে রাজশাহী যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অজিত নিহত হন। গুরুতর আহত মিঠুনকে নওগাঁ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। কুষ্টিয়া : কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়ায় শনিবার রাতে একটি বাস মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারের মৃত্যু হয়। এ সময় আহত হন আরো ছয়জন। এদিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে গতকাল শ্যামলী পরিবহনের একটি বাস মিরপুরগামী অটোবাইককে ধাক্কা দেয়। এতে অটোবাইকে থাকা মাছ ব্যবসায়ী নির্মল মণ্ডল রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া একই মহাসড়কের গোবিন্দপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মারা গেছেন অজ্ঞাত এক ভিক্ষুক। নেত্রকোনা : কলমাকান্দা উপজেলায় গতকাল হ্যান্ডট্রলি চাপায় হোসেন আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে লেঙ্গুরা ইউনিয়নের সন্যাসীপাড়ার রবি মিয়ার ছেলে ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। সিরাজগঞ্জ : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগরে ট্রাক-ট্যাংক লরি সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। ভাঙ্গা : ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার কৈডুবী সদরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান এর হেলপার আসলাম বেপারী (২৬)। আসলাম মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের হানিফ বেপারীর ছেলে।

সর্বশেষ খবর