সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

‘এতো দামে গোস্ত কেনা হামার দ্বারা হবার নায়’

দিনাজপুর প্রতিনিধি

‘এতো দামে গোস্ত কেনা হামার দ্বারা হবার নায়। খাওয়াও হবার নায়। সারাদিন ভ্যান চালে যে কামাই হয়, হারা কোনঠে থাকি গোস্ত কিনে খামো বাহে’। কথাগুলো বলছিলেন গরুর মাংস কেনার জন্য বাজারে আসা দিনাজপুরের পার্বতীপুরের সরকারপাড়ার ভ্যানচালক নুর আলম। এ অবস্থা দিনাজপুরের গ্রামীণ হাটগুলোর।

জানা যায়, রোজা শুরুর কয়েকদিন আগেই দিনাজপুরে বেড়ে গেছে গরুর মাংসের দাম। ৪৩০ টাকার প্রতি কেজি মাংস এখন বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। কসাইরা জোটবদ্ধ হয়ে মাংসের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ জানাতে পারেননি মাংস বিক্রেতারা।

সর্বশেষ খবর