মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

এক পলক

সেপটিক ট্যাংকে প্রাণ গেল বৃদ্ধের

বরগুনার পাথরঘাটায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আবদুল বারেক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহযোগী মানিক মিয়া আহত হন। তাকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল পাথরঘাটা পৌরসভার ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

—বরগুনা প্রতিনিধি

৪০ মণ জাটকাসহ পোনা জব্দ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা এবং গলদা চিংড়ির ৫০ হাজার রেণু পোনা বোঝাই ৩টি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল সকালে এ অভিযানে ৫টি বেহুন্দী জাল জব্দ করা হয়। জব্দ জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং পোনাগুলো সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়। —নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ধামরাইয়ে ৪২ কোটি টাকা ব্যয়ে সেতু

ঢাকার ধামরাইয়ে ভাড়ারিয়াসহ কয়েকটি ইউনিয়নের লোকজনের ঢাকা ও  সাভারের সঙ্গে বন্ধন আরও কাছে আনতে কাকরান বংশী নদীর উপর ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বিশাল সেতু। এছাড়া রাস্তাঘাট, মসজিদ, মন্দির মাদ্রাসাসহ বিভিন্ন খাতে গত তিন বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। গতকাল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এমপি এমএ মালেক এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, জেলা পরিষদের সদস্য মাহতাব আলম ও খায়রুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল গণিসহ স্থানীয় নেতাকর্মীরা। —ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর