বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭ ০০:০০ টা

শালিসে জোর করে বিচ্ছেদ অন্তঃস্বত্তা গৃহবধূর আত্মহত্যা

ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় শালিস বৈঠকে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত হওয়ায় আত্মহত্যা করেছেন এক অন্তঃসত্ত্বা গৃহবধূ।  উপজেলার মাটিয়াগোধা গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, মাটিয়াগোধা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মায়না আক্তার পেন্সির (১৮) সঙ্গে একই গ্রামের আবদুল বারিকের ছেলে মোহাম্মদ হানিফের (২৫) প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে পেন্সি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ২২ মে হানিফ ও পেন্সি পালিয়ে বিয়ে করেন। এরপর হানিফ পেন্সিকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গত মঙ্গলবার রাতে শালিস বৈঠক বসে। এ সময় পেন্সিকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় হানিফ ও তার পরিবার। বিয়েতে আড়াই লাখ টাকা দেনমোহর ধরা হলেও শালিসদার শাহজাহান মিনু ও তার সহযোগীরা জোরপূর্বক ৪০ হাজার টাকায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। স্ত্রীর স্বীকৃতি ও সমাজপতিদের কাছে ন্যায় বিচার না পেয়ে পেন্সি আত্মহত্যা করেন। ছাগলনাইয়া থানার ওসি জানান, আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর