শুক্রবার, ২ জুন, ২০১৭ ০০:০০ টা

ভারি বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল হবিগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জ প্রতিনিধি

ভারি বৃষ্টিতে হবিগঞ্জ শহরের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে প্রধান সড়কসহ বিভিন্ন বাসা-বাড়ির রাস্তা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসীকে। অনেক বাড়িঘরে পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ। ভুক্তভোগীরা জানান, শহরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। জানা যায়, বুধবার বিকাল থেকে গতকাল দুপুর পর্যন্ত কয়েক দফা ভারি বৃষ্টিপাতের ফলে পানি জমে শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানির নিচে চলে গেছে সার্কিট হাউজ এলাকা, পানি উন্নয়ন বোর্ড কার্যালয়, শায়েস্তানগরের ভিতরের রাস্তা, টাউন মডেল সরকারি বালক ও বালিকা স্কুলের রাস্তা, নোয়াহাটি, নাতিরপুর, বাতিপুর, গানিংপার্ক, টাউন হল রোড। চৌধুরী বাজার কাঁচামাল হাটা, কামারপট্টিসহ অধিকাংশ সড়ক।এ সব এলাকা দিয়ে পথচারীর হাটু পানি ভেঙে চলাচল করতে হয়েছে। কালীবাড়ি ক্রসরোডসহ বিভিন্ন নিচু এলাকার লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। পানির ময়লায় মশাসহ পোকা মাকড়ের উৎপাত বেড়েছে। গানিংপার্ক এলাকার বাসিন্দা নাজমুল হক জানান, দেড় ঘণ্টার বৃষ্টিতে গানিংপার্ক এলাকায় ড্রেন ডুবে রাস্তায় পানি চলে এসেছে। আমরা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা জন্য পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, হবিগঞ্জ শহরে পরিকল্পিত কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। শুধু তাই নয়, শহরের পানি চলাচলের রাস্তা পুরাতন খোয়াই নদী, রেল লাইন সড়কের খালসহ অন্য খালগুলো দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাষন হতে পারছে না। তিনি বলেন- জলাবদ্ধতা নিরসন করতে হলে খোয়াই নদীসহ খালগুলো দখলমুক্ত করতে হবে। এ ব্যাপরে পৌরসভার মেয়র জিকে গউছের সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এদিকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে আসা হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে চলা খোয়াই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ভারতের খোয়াই মহুকুমায় অবস্থিত খোয়াই ব্যারেজের বাধ খুলে দেওয়ায় পানি বাংলাদেশে চলে আসছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর