সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

আমতলীতে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ১

বিভিন্ন স্থানে সড়কে আরও চার প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে একজন নিহত ও আহত হয়েছেন ছয়জন। এ ছাড়া বরিশাল, হবিগঞ্জ ও চাঁদপুরে সড়কে প্রাণ হারিয়েছেন দুই ব্যবসায়ীসহ চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— আমতলী-পটুয়াখালী সড়কের ব্রিক ফিল্ড নামক স্থানে গতকাল ভোরে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পারভেজ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ ছয়জন। তাদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় পারভেজ তার অসুস্থ বাবাকে নিয়ে ঢাকা থেকে বরগুনায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।  বরিশাল : গৌরনদীর বেঁজগাতিতে শনিবার রাতে একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। ট্রাকটি মহাসড়কের একপাশে থামিয়ে চাকা পাল্টানো হচ্ছিলো। এ সময় ঝিনাইদহ থেকে ১০-১২ গরু ব্যবসায়ী একটি ট্রাকে বরিশালের বাকেরগঞ্জ যাচ্ছিলেন। ব্যবসায়ী বহনকারী ট্রাকটি ওই এলাকা অতিক্রমকালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া ট্রাকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তারা হলেন— মেহের আলী (৪০) ও নুর হোসেন (৪২)। হবিগঞ্জ : মাধবপুর উপজেলার রতনপুর ডাক্তারবাড়ী গেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল তেলবাহী ট্যাংক লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সোহাগ বিশ্বাস (২৬) প্রাণ-আরএফএল কোম্পানির লিফ্ট ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুধীর চন্দ  বিশ্বাসের ছেলে। চাঁদপুর : হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বারেক (২৩) নিহত  হয়েছে। গতকাল সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত বারেক ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের তরিক উল্যাহর ছেলে।

সর্বশেষ খবর