সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

শালিসে ধর্ষণচেষ্টার বিচার জুতাপেটা জরিমানা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় গ্রাম্য শালিসে মীমাংসা হয়েছে ছাত্রী ধর্ষণচেষ্টার অপরাধ। শাস্তি হিসেবে মাতবররা অভিযুক্তকে জুতাপেটা ও দুই লাখ টাকা জরিমানা করেন। স্থানীয় নলবাটা প্রাথমিক বিদ্যালয়মাঠে ইউপি চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা শত মানুষের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অভিযুক্ত আলমকে তার বড় ভাই প্রকাশ্য জুতাপেটা করে রায় কার্যকর করেন। শালিসের ব্যাপারে চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, আইনগতভাবে এই শালিস দরবারের কোনো ভিত্তি নেই। নির্যাতনের শিকার ছাত্রী, তার পরিবারের লোকজন ও এলাকাবাসী রায় মেনে নিয়েছে। চেয়ারম্যান আরও জানান, মেয়েটির বাবা বিদেশে রয়েছেন। বাড়ির কেউ মামলা করার সাহস পাচ্ছে না বলে ইউপি মেম্বার ও গণ্যমান্যদের নিয়ে ঘটনার মীমাংসা করে দিয়েছি। জানা যায়, রায়পুরা উপজেলার নলবাটা গ্রামের নবম শ্রেণির এক ছাত্রী গত বৃহস্পতিবার সকালে কোচিং থেকে বাড়ি ফিরছিল। পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে মেয়েটি নলবাটা প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় আশ্রয় নেয়। এ সময় একই গ্রামের আলম ওড়না দিয়ে মেয়েটির মুখ বেঁধে একটি ঝোপের দিকে টেনে হেঁচড়ে নিতে থাকে। এ অবস্থায় অজ্ঞাতনামা লোক ঘটনাস্থলের দিকে এলে আলম পালিয়ে যায়। পরে ঘটনাটি রায়পুরা থানায় জানানো হয়। অভিযোগ আছে, তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পরও ইনচার্জ আমিনুল হক মামলা নেননি এবং অভিযুক্ত আলমকে গ্রেফতারও করেননি। বরং ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য বাড়ির লোক ও মেম্বারকে নির্দেশ দিয়ে চলে আসেন। এ ব্যাপারে আমিনুলের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। বলেন, ‘এটা তেমন কিছু না, মেয়েটির মুখ চেপে ধরেছিল, মেয়েটি ছুটে চলে গেছে। পরে আর কিছুই হয়নি।’

সর্বশেষ খবর