মঙ্গলবার, ৬ জুন, ২০১৭ ০০:০০ টা

‘ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে’

রাঙ্গামাটির লংগদু

রাঙামাটি প্রতিনিধি

সরকার রাঙামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে বলে জানালেন চট্টগ্রামের সিনিয়র বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। একই সঙ্গে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। গতকাল লংগদু উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর গণমাধ্যম কর্মীদের এ কথা জানান রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, ইউএনও মো. তাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার লংগদুতে নাশকতার ঘটনার পর পুলিশ ৪০০ জনের বিরুদ্ধে মামলা করে। ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেন, কেউ ইচ্ছা করলেই আইন হাতে তুলে নিতে পারেন না। অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে। যারা অপরাধ করেনি তাদের ভয় পাওয়ার কারণ নেই। অন্যদিকে লংগদু উপজেলা সদরে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। এছাড়া নিহত যুবলীগ নেতা নয়নের পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ ৭ লাখ টাকাও দেয় খাগড়াছড়ি রিজিয়ন। একই সঙ্গে খাবার বিতরণসহ একটি চিকিৎসা ক্যাম্পও খোলা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এছাড়া রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩০ মেট্রিক টন চাল ও ৬০ হাজার টাকা ও ৫০০ কম্বল বিতরণ করা হয়ে। ক্ষতিগ্রস্তদের নিয়মিত খোঁজখবর নিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। উল্লেখ্য, নিহত মোটরসাইকেল চালক নুরুল ইসলাম উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার ভোরে লংগদু থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুজনকে ভাড়া নিয়ে খাগড়াছড়ি যান। দুপুরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নয়নকে হত্যার পর তার মোটরসাইকেলটিও ছিনতাই করে দুর্বৃত্তরা। পর দিন শুক্রবার ময়নাতদন্তের পর লংগদু উপজেলায় তার নিজ বাড়িতে নিয়ে আসা হলে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। একই সময় লংগদু উপজেলার মানিকজোড় ছড়া ও তিন টিলা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রায় ৭টি দোকান ও ২০৬টি ঘর পুড়ে যায়। এর দায় চাপানো হয় স্থানীয় বাঙালিদের ওপর। তবে কে বা কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ এ ঘটনার অভিযোগে ১৪ জনকে আটক করেছে। অবরোধ পালিত : লংগদুতে সংহিসতার অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটিতে গতকাল আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন করে। খাগড়াছড়ি : খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা অর্ধ দিবস সড়ক অবরোধ গতকাল বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে পালিত হয়েছে।

সর্বশেষ খবর