বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

ট্রাফিক পুলিশ অফিসে ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করায় যশোর শহরের গাড়িখানা সড়ক এলাকায় ট্রাফিক পুলিশের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগের কয়েক নেতা-কর্মী। এতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের তিন কনস্টেবল আহত হন। এ ঘটনায় পুলিশ জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মেসবাহ উদ্দিন সুমনকে আটক করেছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ফজরুল করিম বলেন, বুধবার দুপুরে শহরের মণিহার এলাকা থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল আটক করেন ট্রাফিক সার্জেন্ট মুস্তাফিজ। বেলা সাড়ে তিনটার দিকে সুমন ও ছাত্রলীগের এমএম কলেজ শাখার সভাপতি রওশন ইকবাল শাহীর নেতৃত্বে ২০-২৫ জন ট্রাফিক অফিসে হামলা চালায়। হামলাকারীরা কনস্টেবল ইকলাসুর রহমান, নুরুল ইসলাম ও মফিজুর রহমানকে চড়, লাথি মেরে আহত করেন। একটি টেলিফোন সেট ভাঙচুর ও কাগজপত্র তছনছ করেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘ছাত্রলীগ নেতা মেসবাহউদ্দিন সুমন এ ঘটনার সঙ্গে জড়িত নন। অন্য একটি মোটরসাইকেল আটকের ঘটনায় ছাত্রলীগের কয়েকজন ট্রাফিক অফিসে গেলে সেখানে দায়িত্বরতরা তাদের মা-বাবা তুলে গালিগালাজ করেন। এ ঘটনায় ওই যুবকরাও পাল্টা গালিগালাজ করে চলে আসে।’

সর্বশেষ খবর