বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

স্কুলছাত্র প্রিন্স হত্যায় দুই ভাইয়ের ফাঁসি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে স্কুলছাত্র সাদনাম সাকিব প্রিন্স হত্যা মামলায় দুই ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। পিরোজপুর জেলা ও দায়রা জজ গোলাম কিবরিয়া গতকাল এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো শহরের আদর্শপাড়া শফিকুল আলমের ছেলে নাজমুল হাসান নাঈম ও নাফিজ হাসান নাহিদ। অপর আসামি শফিকুল আলমকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিহত প্রিন্স (১৪) সদর উপজেলার আদর্শপাড়ার জাকির হোসেনের ছেলে ও পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। বাদীপক্ষের আইনজীবী জানান, ২০১৩ সালের ২৯ আগস্ট প্রিন্সকে বাসা থেকে ডেকে নাহিদ তার বাড়িতে নিয়ে যায়। সেখানে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নাহিদের এলোপাতাড়ি ঘুষিতে প্রিন্স পাশে থাকা খাটের উপর পড়ে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায়। নাহিদ বিষয়টি বড় ভাই নাঈমকে জানান। দুজনে তাদের ব্যবহৃত লুঙ্গি, জামা ও গামছা দিয়ে প্রিন্সের মুখ ও হাত-পা বেঁধে ঘরে খাটের নিচে ফেলে রাখে। মৃত্যু নিশ্চিত হয়ে রাতে নাহিদ ও নাঈম লাশ ইট বেঁধে বাড়ির পাশে পুকুরে ডুবিয়ে দেয়। ঘটনার দুই দিন পর লাশ ভেসে উঠে। এ ঘটনায় জাকির হোসেন সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ শফিকুল আলম এবং তার দুই ছেলে নাহিদ ও নাঈমকে অভিযুক্ত করে চার্জশিট দেন।

সর্বশেষ খবর