শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

সংযোগ নেই, তবুও ৩৮ হাজার টাকা বিদ্যুৎ বিল!

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বিদ্যুতের গ্রাহক না হয়েও ৩৮ হাজার ৭১ টাকার কাল্পনিক বিল পরিশোধ করতে হচ্ছে। উপজেলার তক্তারচালা পাটজাগ বাংলাবাজার গ্রামের ‘আলেয়া ফার্মেসি’র মালিক মোস্তফা কামালের নামে এ ভৌতিক বিল করেছেন স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তারা। বিলে ০২২৮০৮ নম্বর মিটার ও ৭৮২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ রয়েছে। গত ২৯ মের মধ্যে বিল পরিশোধের নির্দেশ ছিলো। ওষুধ ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, ‘আমি মোমবাতি জ্বালিয়ে দোকান চালাই। আমার দোকানে বিদ্যুৎ সংযোগ নেই, কোনদিন ছিল-ও না।’ তিনি আরও বলেন, ‘তিন বছর আগে সখীপুর বিদ্যুৎ কার্যালয়ে সংযোগ চেয়ে আবেদন করেছিলাম। সংযোগ খরচের জন্য লাইনম্যান ফারুক হোসেন ১০ হাজার টাকাও নিয়েছিল। সংযোগ পাইনি বলে কার্যালয়ে বহু ঘোরাঘুরি করে আশা ছেড়ে দিয়েছি। হঠাৎ গত ২৯ এপ্রিল আমার নামে ৩৮ হাজার ৭১ টাকার একটি বিল আসে। ওই এলাকার বিদ্যুতের বিল বিতরণকারী মাহবুব বলেন, আসলে মোস্তফার ওষুধের দোকানে বিদ্যুতের কোনো সংযোগ নাই। তবু অফিস থেকে পাঠানো বকেয়া বিলের কাগজটি তার হাতে পৌঁছে দেওয়া হয়েছে। মিটার রিডার দেলোয়ার হোসেন বলেন, মাঠপর্যায়ে বিদ্যুতের বিল বিতরণ ও মিটার দেখে ইউনিট সংগ্রহকারীদের গাফলতির কারণেই ওই ব্যক্তি সংযোগ পায়নি। যে কারণে এ ঘটনাটি ঘটেছে। সখীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর