শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

বিষমুক্ত সবজি চাষে ব্যাপক সাড়া

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি যমুনা নদীসংলগ্ন কাদামাটি মিশ্রিত বালু চরে গড়ে তোলা হয়েছে বিষমুক্ত সবজি বাগান। উৎপাদিত সবজি প্রতিদিন দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করছেন বাগানের মালিক ও পৌরসভার সাবেক কমিশনার আব্দুস সাত্তার। তার এ উদ্যোগ ইতোমধ্যে জেলায় ব্যাপক সাড়া ফেলেছে। এলাকার মুরব্বী জহুরুল ইসলাম মণ্ডল ও গোলজার হোসেন জানান, বিষমুক্ত সবজি চাষ ছাড়াও আব্দুস সাত্তার ঘাট এলাকায় টিউবওয়েল, বিশ্রামের জন্য বট, আম, কাঁঠালসহ বিভিন্ন গাছ রোপণ করেছেন। বড় গাছগুলোর নিচে পাকা আসন তৈরি করে দিয়েছেন। বিনাসুদে ঋণ দিয়ে কর্মসংস্থানের জন্য গড়ে তুলেছেন সমিতি। যার মাধ্যমে অনেক মাদকসাক্ত ব্যক্তি ঋণ নিয়ে রিকশাভ্যান কিনে সুপথে ফিরে আসছেন। ঘাট এলাকায় সন্ত্রাসী ও মাদকসেবীরা আড্ডা যেন না করে সে জন্য নিজ উদ্যোগে সিসি ক্যামেরাও বসিয়েছেন। বাগানের উদ্যোক্তা সমাজসেবক আব্দুস সাত্তার জানান, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যের প্রতি উদ্বুদ্ধ হয়ে আমি এ পদক্ষেপ নিয়েছি। প্রায় তিন বিঘা জমিতে খামারটি গড়ে তোলা হয়েছে। এখানে জৈব সার ব্যবহার করে সবজি চাষ করা হয়।  সিরাজগঞ্জ সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, এই সবজি বাগানে জৈবসার ব্যবহার করা হয়। পোকা দমনের জন্য ট্রাইকোভিট ব্যবহার করা হয়। এ কারণে সবজিও যেমন ভাল হয় তেমনি সবজিগুলো বিষমুক্ত হয়ে থাকে।

সর্বশেষ খবর