রবিবার, ১১ জুন, ২০১৭ ০০:০০ টা

বিএনপির ইফতারে ধাওয়া-পাল্টা ধাওয়া

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে নবগঠিত জেলা বিএনপি ইফতার অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত স্থানে ইফতার ও দোয়া মাহফিল করতে না পারলেও শহরের দেশবন্ধু হসপিটালের সামনে এ ইফতার পার্টি আয়োজন করা হয়। নবগঠিত জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা জানান, শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১০ জুন ইফতার মাহফিলের জন্য পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে কয়েকদিন আগে দাওয়াত কার্ড বিলি করা হয়। পরবর্তীতে প্রশাসন সেখানে ইফতার পার্টি না করে হলরুম বা কমিউনিটি সেন্টারে করার পরামর্শ দেন। এরপর শহরের সিলমি কমিউনিটি সেন্টারে ইফতার আয়োজন করে পুনরায় কার্ড ছাপিয়ে দাওয়াত দেওয়া হয়। গত শুক্রবার বিদ্রোহী অংশ একই জায়গায় ইফতার পার্টি করার ঘোষণা দিলে প্রশাসন আমাদের অন্য জায়গায় করতে বলেন। সে মতে শহরের সাবালিয়া এলাকায় দেশবন্ধু হসপিটালের সামনে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে বিএনপির বিদ্রোহী অংশের নেতা হাসানুজ্জামিল শাহীন দাবি করেন, বিএনপির অবৈধ কমিটির নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে ইফতার পার্টিস্থল দখল নিয়েছি। আমরা সিলমি কমিউনিটি সেন্টার দখল করে ইফতার পার্টি করছি। দলীয় সূত্র জানায়, গত ২৬ মে কেন্দ্র টাঙ্গাইল জেলা বিএনপির কমিটি ঘোষণা করে। এতে শামসুল আলম তোফাকে সভাপতি ও ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির ৩০টি পদে বেশির ভাগই সভাপতি শামসুল আলমের অনুসারী বলে অভিযোগ তুলে আন্দোলন করে আসছে একাংশ। তারা নবগঠিত কমিটির টাঙ্গাইল শহরে যে কোনো কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে আন্দোলন করছে।

সর্বশেষ খবর