শিরোনাম
সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

নেতাকে লাঞ্ছনার প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

এসপির অপসারণ দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতিকে লাঞ্ছনার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন ব্যবসায়ীরা। গতকাল বিকালে শহরের শহীদ হাসান চত্বরে জমায়েত হয়ে দোকান মালিক সমিতির নেতারা এ ঘোষণা দেন। এ সময় তারা চুয়াডাঙ্গা পুলিশ সুপারের অপসারণও দাবি করেন।

জানা যায়, রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে বিশ্বাস স্টোরে অভিযান চালান। তারা মেয়াদোত্তীর্ণ কিছু মালামালও জব্দ করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক লেমন ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান  ঘটনাস্থলে যান।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরতদের সঙ্গে ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। ইবরুল হাসান অভিযোগ করেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার নিজাম উদ্দীন দোকান মালিক সমিতির সভাপতিকে শারিরীকভাবে লাঞ্ছিত করেছেন। পুলিশ সুপার নিজাম উদ্দীন বলেন, ‘রেলবাজারে ভ্রাম্যমাণ আদালত চলাকালে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের আটকে রাখেন ব্যবসায়ীরা। আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তাদের থানায় এনে আলোচনা করি। দোকান মালিক সমিতির সভাপতিকে লাঞ্ছিত করিনি।’

সর্বশেষ খবর