মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

খুলনায় শিল্পায়নে ৯ প্রতিবন্ধকতা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়নের ক্ষেত্রে বিদ্যুৎ-গ্যাসের অভাব, বিপণনে জটিলতা, কাঁচামালের উচ্চমূল্য ও দুর্বল আইনি কাঠামোসহ ৯ ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এসব মোকাবিলায় সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এর সমাধান হলে এ অঞ্চলে বিপুল পরিমাণ বেসরকারি বিনিয়োগ ও শিল্পায়নের সম্ভাবনা রয়েছে। সোমবার খুলনা বিভাগে বেসরকারি বিনিয়োগ আকৃষ্টকরণ এবং শিল্পায়নের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সম্মেলনে শিল্পোদ্যোক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, জেলা প্রশাসক আমিন উল আহসান, নিরঞ্জন কুমার মণ্ডল, শরীফ আতিয়ার রহমান প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপনকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়নের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে জ্বালানি ও শক্তি সম্পদের অভাব। এছাড়া কৃষি শিল্প বিকাশে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর