মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

নরসিংদীতে ট্রাক-কার সংঘর্ষে ওসিসহ দুজন নিহত

বিভিন্ন স্থানে আরও ৩

প্রতিদিন ডেস্ক

নরসিংদীতে ট্রাক-কার সংঘর্ষে ওসিসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও তিনজন। প্রতিনিধিদের খবর— নরসিংদীর শিবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বি-বাড়িয়া হাইওয়ে থানার ওসিসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ন কবির বি-বাড়িয়া খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, হুমায়ন কবির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-২৭০৬) নিয়ে বি-বাড়িয়া থেকে ঢাকার উত্তরার বাড়িতে যাচ্ছিলেন। বৃষ্টির মধ্যে প্রাইভেটকারটি ঘাসিরদিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সেভেন রিং সিমেন্ট কোম্পানির মিকচার ট্রাকের (ঢাকা মেট্রো-শ-১১-২৮৬০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৮ চাকাবিশিষ্ট ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে সড়কের পার্শ্ববর্তী স্থানে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই ওসি হুমায়ন নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের চালককে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ : সদর উপজেলার কাতলাসেন এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ময়মনসিংহ-ফুলবাড়িয়া রোড প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। কিশোরগঞ্জ : পাকুন্দিয়া পৌর এলাকার মৌসুমী সিনেমা হলের কাছে গতকাল সড়ক দুর্ঘটনায় হারিছ (৫৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি পাকুন্দিয়া উপজেলার লক্ষ্মীয়া গ্রামের শুকুর আলীর ছেলে।  বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার রহমতের বাজার সংলগ্ন স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর