মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

পুলিশ স্বামীর বিচার দাবিতে একাট্টা এলাকাবাসী

স্ত্রীকে অমানুষিক নির্যাতন

শেরপুর প্রতিনিধি

মামলার আট দিন পরও গ্রেফতার হননি গৃহবধূ আশরাফুন্নাহার লোপাকে নির্যাতনকারী স্বামী ডিএমপি পুলিশের এসআই শাহিনুল ইসলাম ও তার সহযোগীরা। অভিযুক্তদের গ্রেফতার ও বিচার দাবিতে ফুঁসে উঠছেন স্থানীয় নারী, মানবাধিকার সংগঠনসহ অভিভাবক ও শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে গতকাল সকালে শেরপুর জলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন হয়েছে। মানবাধিকার কমিশনের ব্যানারে ওই মানববন্ধনে নাগরিক সংগঠন জনউদ্যোগ, হিউম্যান রাইটসসহ উদীচীর কর্মকর্তা-সদস্য, আইনজীবী, সাংবাদিক ও লোপার সহপাঠীরা অংশ নেন। জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, লোপাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ক্ষত নিয়ে নয় দিন ধরে লোপা হাসপাতালে কাতরাচ্ছেন। অথচ স্বামী এখনো আছেন বহাল তবিয়তে। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, অ্যাডভোকেট শক্তিপদ পাল, অধ্যাপক তপন সারওয়ার, আবুল কালাম আজাদ প্রমুখ। এদিকে শেরপুর সদর হাসপাতাল থেকে লোপাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তির পরও তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। ডান চোখ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানের ক্ষত এখনো শুকায়নি। উল্লেখ্য, শেরপুর শহরের দমদমা মহল্লার ব্যবসায়ী আমিনুল ইসলামের একমাত্র মেয়ে ও সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী লোপার বিয়ে হয় শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া গ্রামে। গত ২২ মে রাতে ২০ লাখ টাকা যৌতুকের জন্য লোপার ওপর অমানুষিক নির্যাতন চালান স্বামী এসআই শাহিন ও তার পরিবারের লোকজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর