মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

‘প্রতি ইউনিয়নে দেশীয় বীজ ব্যাংক করতে হবে’

দিনাজপুর প্রতিনিধি

‘বিদেশি বীজ নয়, দেশীয় বীজকে সুরক্ষা প্রদান’ এ স্লোগান নিয়ে এবং কৃষকদের বেশি করে দেশি ফসল উৎপাদনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে দিঘন সিআইজি সমবায় সমিতি লি. দিনাজপুর। গতকাল জেলা প্রেস ক্লাব মিলনায়তনে দিঘন সিআইজি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম। তিনি বলেন, বিদেশি সার, বীজ ও কীটনাশকের অবাধ ব্যবহারে জমির ঊর্বরাশক্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি নষ্ট হয়েছে ফসলের স্বাদ ও গন্ধ। মাঠের সার ও কীটনাশক ধুয়ে নদীতে পড়ে নষ্ট করছে মাছের আবাদ। তাই দেশীয় বীজ সংরক্ষণের জন্যে কৃষকদের মারিয়া মডেল পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া দরকার। তাহলে কৃষক নিজেই বীজ সংরক্ষণ করতে পারবে। তিনি প্রত্যেক ইউনিয়নে একটি করে দেশীয় বীজ ব্যাংক স্থাপনের আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সিং, বাদল তিগ্যা, জোতিষ চন্দ্র প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর