মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

খানাখন্দে ভরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের সংস্কার দ্রুত এগিয়ে চলছে

ঝিনাইদহ প্রতিনিধি

খানাখন্দে ভরা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সংস্কার দ্রুত এগিয়ে চলছে। এ মহাসড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে। দুর্ভোগ থেকে বাঁচবে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারীরা।

প্রায় সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে ১টি প্যাকেজে মোট সাড়ে পাঁচ কিলোমিটার সড়কের এ সংস্কার কাজের মধ্যে রয়েছে দুই পাশ বর্ধিতকরণ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ঠিকাদার মো. হাসানুল আলম জানান, দরপত্রের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। সুপারভিশন অফিসার (এসও) জাহাঙ্গীর আলম জানান, উন্নয়নমুখী কাজের ক্ষেত্রে মানুষের গতানুগতিক নেতিবাচক ধারণা থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লি. নামীয় ওই প্যাকেজটির সড়ক সংস্কার কাজ আমরা দেখভাল করছি। সঠিক নিয়মে কাজ বুঝে নেওয়ার কারণে কাজের মান ভালো হচ্ছে।

সাধুহাটি ইউপি চেয়ারম্যান নাজির উদ্দিন জানান যেভাবে সংস্কার কাজ হচ্ছে, তাতে এলাকাবাসী সন্তুষ্ট। এলাকাবাসীর দাবি জনদুর্ভোগ এড়াতে সড়ক সংস্কার কাজটি দ্রুত শেষ করতে হবে।

সর্বশেষ খবর