বুধবার, ১৪ জুন, ২০১৭ ০০:০০ টা

হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতির জামিন নামঞ্জুর, মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচার’র সম্পাদক ও প্রকাশক এবং হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিকের জামিন নামঞ্জুর হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহান এ আদেশ দেন। হবিগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানকে জড়িয়ে সংবাদ প্রকাশের জেরে করা মামলায় সোমবার গ্রেফতার হন গোলাম মোস্তাফা রফিক।

মঙ্গলবার রফিকের পক্ষে ৩০ আইনজীবী তার জামিন প্রার্থনা করেন। অপরদিকে বাদীপক্ষে প্রায় ২০ আইনজীবী জামিন আবেদনের বিরোধিতা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিকে প্রেসক্লাব সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন হবিগঞ্জের সাংবাদিকরা। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনে তারা অবিলম্বে গোলাম মোস্তাফা রফিকের মুক্তি দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। মানববন্ধনে অংশ নেন শামীম আহছান, ফজলুর রহমান, চৌধুরী মো. ফরিয়াদ, আব্দুর বারী লস্কর, সায়েদুজ্জামান জাহির প্রমুখ। উল্লেখ্য, গত ৮ জুন দৈনিক হবিগঞ্জ সমাচারে জাতীয় কয়েকটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে আওয়ামী লীগের ৮০ জন এমপি মনোনয়ন থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে সংক্রান্ত খবর প্রকাশ করে। যাতে হবিগঞ্জ-২ আসনের এমপির নামও রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই দিনই এমপির ভাতিজা ও পুকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ভারপ্রাপ্ত সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

সর্বশেষ খবর