শনিবার, ১৭ জুন, ২০১৭ ০০:০০ টা

শিক্ষককে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এক কলেজ শিক্ষককে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম শামীম আকতারকে বৃহস্পতিবার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এই নিয়ে গত পাঁচদিনে একই ধরনের অভিযোগে কোতোয়ালি থানার দুই অফিসারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।

জানা গেছে, গত ১৩ জুন সন্ধ্যার দিকে সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম বিপ্লব কর্মস্থল থেকে নিজ বাড়ি হৈবতপুর ইউনিয়নের মুরাদগড়ে ফিরছিলেন। পথে বিপ্লবের পকেটে সোর্সের মাধ্যমে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে আটকের চেষ্টা করেন এসআই শামীম। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সেখানে লোকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি প্রতিকূলে বুঝতে পেরে এসআই শামীম কলেজশিক্ষককে ছেড়ে দেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে এসআই শামীম আকতারকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এসআই শামীমকে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি স্বীকার করেছেন কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা। এর আগে গত শনিবার রাতে শহরের রেল রোড এলাকার সোনালী ব্যাংক করপোরেট অফিসের  সামনে এসআই মাহবুব এক যুবকের পকেটে গাঁজা ঢুকিয়ে তাকে আটকের চেষ্টা করলে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে ওই সময়ই পুলিশ সুপার কোতোয়ালি থানা থেকে এসআই মাহবুবকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।

সর্বশেষ খবর