শনিবার, ১৭ জুন, ২০১৭ ০০:০০ টা

শাটল ট্রেন উদ্বোধনের প্রতিবাদে পঞ্চগড়ে ট্রেন মার্চ, বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর বদলে দুটি শাটল ট্রেন আজ উদ্বোধন করা হচ্ছে। এর প্রতিবাদে ট্রেন মার্চ  ও বিক্ষোভ করেছে ঠাকুরগাঁও ও পঞ্চগড় নাগরিক অধিকার কমিটি। রেলওয়ে সূত্রে জানা গেছে পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীরা শাটল ট্রেনে করে দিনাজপুর গিয়ে দ্রুতযান এবং একতা এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা যেতে এবং আসতে পারবেন। এদিকে এই দুটি ট্রেনের টিকিট পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ে পাওয়া যাবে। ঠাকুরগাঁওয়ে ২০টি এবং পঞ্চগড়ে দ্রুতযানের জন্য ২০, এবং একতা এক্সপ্রেসের জন্য ৩৫টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। এরই প্রতিবাদে ঠাকুরগাঁও-পঞ্চগড় নাগরিক কমিটি ট্রেন মার্চ ও বিক্ষোভ করে। বিক্ষোভে বক্তারা বলেন, সম্প্রতি ৯৮২ কোটি টাকা ব্যয় করে রেল লাইনের আধুনিকায়ন করা হয়েছে। এই রেললাইনে  একটি ডেমো ও একটি লোকাল ট্রেন চালু হয়েছে। দীর্ঘদিন  ধরে পঞ্চগড় থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর কথা থাকলেও তা আজও  বাস্তবায়ন করা হয়নি।

অবিলম্বে পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করা না হলে পঞ্চগড়ের মানুষ মদলমত নির্বিশেষে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে বক্তারা হুশিয়ারি দেন।

সর্বশেষ খবর