রবিবার, ১৮ জুন, ২০১৭ ০০:০০ টা

জলাবদ্ধতা থেকে মুক্তি দাবিতে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

জলাবদ্ধতা থেকে মুক্তি দাবিতে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জবাসী। বেলা ১১টায় খান্কা জামে মসজিদ মার্কেট, হক সুপার মার্কেট, ওয়াজউদ্দিন সুপার মার্কেট ও নিবিড় মার্কেটের ব্যবসায়ীসহ নয়াআটি, মুক্তিনগর, দক্ষিণ মাদানীনগরের দুই শতাধিক লোক মানববন্ধনে অংশ নেন। পরে সড়ক ও জনপথ অধিদপ্তরের পানি নিষ্কাশন খাল ভরাট করে গড়ে উঠা একটি শপিং মলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে সওজের পানি নিষ্কাশন খাল দখল করে মার্কেট নির্মাণ করছে। অপরদিকে উত্তর পাড় থেকে মহাসড়কের নিচ দিয়ে দক্ষিণ পাড়ের ডিএনডি পানি নিষ্কাশন খালে স্থাপন করা পাইপটি আহসান উল্লাহ সুপার মার্কেটের পাশে মুরগি পট্টি গড়ে তুলে বন্ধ করে রেখেছে। যার ফলে মহাসড়কের উত্তর পাড়ের পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন নয়াআটি মুক্তিনগর, মাদানীনগরের মার্কেট, কলেজ, টেকনিক্যাল সেন্টারসহ অসংখ্য বসতবাড়ির হাজার হাজার মানুষ।

সর্বশেষ খবর