রবিবার, ১৮ জুন, ২০১৭ ০০:০০ টা

‘শিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষদের সমাবেশ করা হচ্ছে’

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সিনেট হলে গতকাল বিশ্ববিদ্যালয়ের ১৯তম বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তাঁর ভাষণে সেশনজট নিরসনের ক্ষেত্রে সর্বশেষ অগ্রগতি, ৫০ বছর অগ্রবর্তী মাস্টার প্লান প্রণয়ন, অ্যাডভান্সড মাস্টার্স প্রোগ্রাম সম্প্রসারণসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা অগ্রগতি তুলে ধরেন। সবশেষে তিনি ঘোষণা দেন, চলতি বছর দুই হাজার ২০০ কলেজ অধ্যক্ষ নিয়ে শিক্ষার উন্নয়ন বিষয়ে ঢাকায় শিক্ষা সমাবেশ আয়োজন করা হবে। অধিবেশনে ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ২৮৯ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকার সংশোধিত বাজেট এবং ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ২৭৪ কোটি ৫২ লাখ ৯৬ হাজার টাকার রাজস্ব ও ১৪৮ কোটি ২৫ লাখ টাকার উন্নয়ন বাজেট সিনেট কর্তৃক গৃহীত হয়। উপস্থিত ছিলেন হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি প্রমুখ।

সর্বশেষ খবর