সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

লালমনিরহাটে জটিল ব্যাধিতে আক্রান্ত একই পরিবারের দুই শিশু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে জটিল ব্যাধিতে আক্রান্ত একই পরিবারের দুই শিশু

লালমনিরহাটে একই পরিবারের দুই শিশু একিউট ফেলাসিল প্যারালাইসিস (এএফপি) রোগে আক্রান্ত হয়েছে। এরা হলো সদর উপজেলার হারাটি ইউনিয়নের পূর্ব ঢাকনাই গ্রামের অসহায় দিনমজুর সৈয়দ আলীর মেয়ে শিমু বেগম (১৪) ও ছেলে নাহিদ হাসান (১২)। বহু বছর ধরে দুই ভাই-বোন এই জটিল রোগে আক্রান্ত হলেও সরকারি কোনো কর্তৃপক্ষ এ ব্যাপারে খোঁজখবর নেয়নি। আক্রান্ত দুই শিশুর মা লাকী বেগম জানান, জম্মের সময় তাদের মেয়ে শিমু বেগম ও ছেলে নাহিদ হাসান স্বাভাবিক ছিলো। শিমু লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী এবং নাহিদ ফকিরটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো। লাকী বেগম আরো জানান, দু’টি সন্তানকে নিয়ে বর্তমানে খুবই কষ্টে আছেন। কষ্টের সংসারে দুটি সন্তানই ছিলো তাদের ভবিষ্যৎ ভরসা। এখন সন্তানের চিকিৎসা তো দূরের কথা, একদিন কাজ না করলে তাদের চুলায় আগুন জ্বলে না। লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আমিরুজ্জামান বলেন, ওই এলাকায় আমাদের মেডিকেল টিম কাজ করে। আমি তাদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেবো। প্রয়োজনে চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করে ওই শিশু দু’টির চিকিৎসা করা হবে।

সর্বশেষ খবর