সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

দামুড়হুদা সীমান্তে রাখালকে পেটাল বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিএসএফ সদস্যরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের রাখাল শাহিন আলীকে (২২) বেদম পিটিয়ে গুরুতর জখম করেছে। পরে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা গেছে, গত শনিবার বিকালে দামুড়হুদার ঠাকুরপুর সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা শাহিনকে ধরে নিয়ে যায়। এরপর বেদম পিটিয়ে তাকে গুরুতর অবস্থায় সীমান্তে ফেলে রাখে। স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল দুপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে গতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশি নাগরিক শাহিন আলীর ওপর শারীরিক নির্যাতনের প্রতিবাদ জানায় বিজিবি। জবাবে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মো. রাশিদুল আলম। ভারতের পক্ষে ছিলেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মাহেন্দ্র কুমার।

এদিকে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে শাহিন আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর